চতুর্থী থেকেই ঘনিয়ে আসছে বিপদ, জারি হয়ে গেল সতর্কতা

কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloudw2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিতে ভেসে গিয়েছিল গোটা শহর। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। জল নামলেও দুর্যোগ এখনও কাটেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে নামতে চলেছে বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়া অফিস সূত্রে খবর, মায়ানমার লাগোয়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকেই চতুর্থীতে সাগরে জন্ম নিতে পারে নতুন নিম্নচাপ। আবহবিদদের আশঙ্কা, সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেবে এবং সম্ভাব্য অভিমুখ হতে পারে ওড়িশা-অন্ধ্র উপকূলে।

Rain

ফলে পুজোর সময় বৃষ্টি হবে কি না, সেই প্রশ্নের উত্তর এখন স্পষ্ট। পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমীতে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীতেও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিপাত হতে পারে।

উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তাল থাকবে সমুদ্র। তাই আগামী কয়েকদিন মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে কড়া ভাবে নিষেধ করা হয়েছে।