আবার আসছে ঘূর্ণাবর্ত! আবার জলে ভাসবে রাজ্য? সতর্কতা এসে গেল

বৃষ্টির মধ্যে কি অবস্থা?

author-image
Anusmita Bhattacharya
New Update
rain1674384089

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি কমতেই ফের গরম শুরু হয়ে গেল বাংলায়। হাঁফ ছেড়ে বাঁচছেন সাধারণ মানুষ। তবে এখনও অন্যান্য রাজ্যে বহাল রয়েছে ভারী বৃষ্টিপাত। মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। গুজরাত, কর্ণাটক, সৌরাষ্ট্র, কচ্ছ এবং পশ্চিম মধ্যপ্রদেশেও দেখা দিচ্ছে ব্যাপক বৃষ্টিপাত।

খানিকটা একই অবস্থা দেখা যাচ্ছে বিহার ও উত্তর প্রদেশেও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সোমবারও। এর মধ্যেই ঘনিয়ে আসতে চলেছে বিশাল ঘূর্ণাবর্ত। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়ে দিয়েছে যে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসম অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে একটি তীব্র ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হচ্ছে। আগামী ৪ থেকে ৫ দিন মঙ্গলবার থেকে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। 

অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার ফলে মঙ্গলবার উত্তর-পূর্ব অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং নাগাল্যান্ডে বিপুল বৃষ্টির সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। 

ভারতের উপদ্বীপের রাজ্য অর্থাৎ কেরল এবং তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জারি করে দেওয়া হয়েছে হলুদ সতর্কতা।