নিজস্ব সংবাদদাতা : গরমের দাপটে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। রোদের তেজে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এবার তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ অর্থাৎ বুধবার থেকেই শুরু হতে পারে এই অস্বস্তিকর পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলাতেও পারদ চড়বে বলে জানানো হয়েছে।
/anm-bengali/media/media_files/HmGteIiQzJx7fj9Z83yn.jpeg)
এই পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বাইরে বের হলে ছাতা, জল ও হালকা কাপড় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।