আরজি কর ধর্ষণ-হত্যা মামলাঃ এবছর তৈরি হবে না কোনও দুর্গা প্রতিমা-মাটি দিল না..., চাই ন্যায়বিচার!

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য।

author-image
Aniruddha Chakraborty
New Update
aaaaaaaa

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কাণ্ডে উত্তাল গোট দেশ। এবার এই বিষয়ে শনিবার অর্থাৎ আজ রাতে কলকাতার সোনাগাছির দরবার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক বিশাখা লস্কর বলেন, "আমরা দেবী দুর্গা প্রতিমা তৈরি করার জন্য পতিতালয়ের মাটি দেওয়ার কথা অস্বীকার করেছি। ৩৬৫ দিন ধরে মহিলাদের উপর অত্যাচার করা হলে দেবী দুর্গাকে কেন চারদিন ধরে পুজো করতে হবে, তিনিও একজন মহিলা। তাই আমরা অস্বীকার করেছি, যখন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ধর্ষণ ও হত্যা মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে তখনই আমরা পতিতালয়ের মাটি দেব।"