নিজস্ব সংবাদদাতা: আরজি করের ডাকে আজ রাতে ফের প্রতিবাদে নেমেছে কলকাতা সহ গোটা রাজ্য। আরজি করের প্রতিবাদে অংশ নিয়েছেন তিলোত্তমার পরিবার। এক ঘন্টার জন্য অন্ধকারে ঢেকে যায় গোটা কলকাতা। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করে চলেছে প্রত্যেক মানুষ। আরজি করে নির্যাতিতার পরিবার এরপর সাংবাদিক বৈঠক করে পুলিশের বিরুদ্ধে নিজেদের প্রশ্ন রেখেছেন। কার্যত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে নির্যাতিতার পরিবারের তরফে।
নির্যাতিতার বাবা এবার বিস্ফোরক তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, পুলিশের হাতে পায়ে ধরেও সেমিনার রুমের ভেতরে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। সঙ্গে তিলোত্তমার বাবা বলেছেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলেনি। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম। পুলিশের চাপে আমাদের মেয়ের দেহ দাহ করতে হয়"। পুলিশকে সাংবাদিক বৈঠক করে কাঠগোড়ায় তুলে দিয়েছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবার অনুরোধ করেছে, যদি কোনো ব্যক্তির কাছে কোনও প্রমান থাকে তাহলে যান তারা তা নাম না জানিয়ে পুলিশের হাতে তুলে দেয় ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .