২৯-এর আগে জল মাপল বিজেপি? কলকাতার বুকে বিশাল পদযাত্রা

বুধবার কলকাতায় ঝটিকা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
7 bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৯ নভেম্বর বুধবার বিজেপির তরফে মেগা র‍্যালির আয়োজন করা হবে। এই র‍্যালিতে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যদিও তার আগে এবার বিশাল পদযাত্রার আয়োজন করল বঙ্গ বিজেপি। আজ সোমবার পশ্চিমবঙ্গবিজেপিরসভাপতিসুকান্তমজুমদার, রাজ্যবিজেপিবিধায়কঅগ্নিমিত্রাপলএবংদলেরঅন্যান্যনেতারা২৯নভেম্বর 'কলকাতাচলো' প্রচারেরআগেএকটিপদযাত্রায় অংশগ্রহণ করলেন।