/anm-bengali/media/media_files/2025/09/23/screenshot-2025-09-23-116-pm-2025-09-23-23-36-58.png)
নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিতে জলজট পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, “বিরলা প্ল্যানেটোরিয়ামের সামনে জল জমেছে। আরও কয়েকটি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সমস্যা তৈরি হয়েছে। লেকের পানি উপচে সাউদার্ন অ্যাভিনিউতে ঢুকে পড়েছে। তবে সাউদার্ন অ্যাভিনিউর পাম্পিং স্টেশন সচল রয়েছে। পানি ধীরে ধীরে ছাড়তেই হয়, যাদু দেখানো সম্ভব নয়।”
/anm-bengali/media/post_attachments/e7d0e5ee-042.png)
তিনি আরও বলেন, “এটি একপ্রকার দুর্ভাগ্য। প্রকৃতির সঙ্গে লড়াই করা যায় না। তবে এক-দু’দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। যদি আর বৃষ্টি না হয়, তবে মানুষ আনন্দের সঙ্গে দুর্গাপুজো পালন করতে পারবেন। যদিও কিছু পূজামণ্ডপ ইতিমধ্যেই পুরোপুরি জলে ডুবে গেছে। পুজোর সময় আবার বৃষ্টি হলে আমরা সামলে নেব।”
#WATCH | West Bengal: On the rains and waterlogging situation in Kolkata, Mayor Firhad Hakim says, "...There is waterlogging in front of the Birla Planetarium. In all these other areas, we have no drainage system. The water from the lake has overflowed onto Southern Avenue. The… pic.twitter.com/MBsS9EJTjB
— ANI (@ANI) September 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us