New Update
/anm-bengali/media/media_files/UZkKhZTNr30fKYm136ND.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী জন্ম তারিখ নিয়ে তাকে নিশানা করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। মুখ্যমন্ত্রীর একটি ভিডিও সামনে এনেছেন তিনি। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, "আমি জানি ওটা আমার বার্থডে নয়"। তার প্রেক্ষিতে তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, "তৃণমূল আমলে সবকিছুতেই জল, মুখ্যমন্ত্রীর জন্ম তারিখেও জল দেখছি"। রইল তরুণজ্যোতি তিওয়ারির করা সেই ট্যুইট।
বিভিন্ন চাল চোর কয়লা চোর বালিচোর অর্থাৎ @AITCofficial র চুন্নু মুন্নুদের পোস্ট দেখে জানতে পারলাম যে আজকে নাকি আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্মদিন।।
— Tarunjyoti Tewari (@tjt4002) January 5, 2025
রাজনৈতিক বিরোধ থাকতে পারে কিন্তু তিনি আমারও মুখ্যমন্ত্রী।। ভাবলাম তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাবো ঠিক তখনই একটা ভিডিও… pic.twitter.com/D7OKYZJdAS
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us