/anm-bengali/media/media_files/2025/09/20/525563424_1062535789401484_3466143138712692770_n-2025-09-20-02-35-10.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজো মানেই শুধু প্রতিমা নয়, পুজো মানে গল্প। সেই গল্পকেই এ বছর এক বিশেষ আয়নায় দেখাতে চলেছে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। ৫৫তম বছরে তাদের থিম ‘বায়োস্কোপ: সময়ের ফ্রেমে মা’।
শিল্পী শুভাশিস মাইতির কল্পনায় গড়ে উঠছে এই মণ্ডপ। ক্লাবের কোষাধ্যক্ষ দুর্জয় কুমার পোদ্দার এই বিষয়ে জানিয়েছেন, “বায়োস্কোপের মাধ্যমেই আমরা সময়ের ফ্রেমে মায়ের রূপ ও পরিবর্তন তুলে ধরতে চাই”।
এক সময় গ্রাম বাংলার একমাত্র বিনোদন ছিল বায়োস্কোপ। সিনেমা তখনও সবার কাছে পৌঁছোয়নি। সেই হারিয়ে যাওয়া দিনের স্মৃতিই ফিরিয়ে আনছে এ বছরের পুজো। বাঁশ-তাঁতে সাজানো মণ্ডপে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ—লাইভ বায়োস্কোপ। চোখ রাখলেই দেখা মিলবে সেই প্রাচীন জগতের, যেখান থেকে শুরু হয়েছিল সিনেমার গল্প।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/20/1757850973_537_x_image_41-min-2025-09-20-02-34-07.jpg)
পুরনো দিনের সেই বিনোদনের মাধ্যমকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ বারের মূল উদ্দেশ্য। মণ্ডপে ঢুকলেই যেন মনে হবে—হারানো সময় ফিরে এসেছে উৎসবের আবহে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us