/anm-bengali/media/media_files/2024/11/01/1AExxT7GBJJJkNWmh9x8.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারের নির্দেশে বিশ্বকর্মা পুজোর দিন সব সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রইল কলকাতা বিশ্ববিদ্যালয়। এদিন সেখানে চলল স্নাতকোত্তরের কাউন্সেলিং। ফলে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের দাবি, কোনওদিনই বিশ্বকর্মা পুজোয় ছুটি দেওয়া হয়নি। তাই এবারও বিশ্ববিদ্যালয় খোলা রাখা হয়েছে। আরও বলা হয়, রাজ্যের তরফে বিশ্ববিদ্যালয়ে কোনও ছুটির নির্দেশনামা পৌঁছয়নি।
প্রসঙ্গত, এর আগেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা পিছনো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তর সংঘাত প্রকাশ্যে এসেছিল। শিক্ষা দফতর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অনুরোধ করেছিলেন ওই দিন পরীক্ষা না রাখতে। কিন্তু উপাচার্য কোনও পরীক্ষাই স্থগিত না করে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। ফলে খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ শাসক দলের ছাত্র সংগঠনের নেতারা তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে ছুটি বিতর্কে উত্তাল হচ্ছে অ্যাকাডেমিক মহল।
শান্তা দত্ত স্পষ্ট করেছেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে বিশ্বকর্মা পুজোয় ছুটি নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছে, কারণ ওখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি শক্তিশালী। আমাদের ক্ষেত্রে রেজিস্ট্রারের কাছেও কোনও অতিরিক্ত ছুটির নির্দেশ আসেনি"।
ফলে রাজ্যের নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের নিয়ম এবং উপাচার্যের সিদ্ধান্ত ঘিরে ফের প্রশ্ন উঠছে উচ্চশিক্ষার অন্দরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us