নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্টেও চলছে বাংলার হিংসা মামলার শুনানি। রাজ্যে লাগাতার ঘটে চলা হিংসা মামলার শুনানি চলছে উচ্চ আদালতে। এদিন সেই সংক্রান্ত বিষয়ে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, “আদালত বিষয়টি আমলে নিয়েছে এবং ৪টি বিষয়ের উপর চাপ দিয়েছে। রাজ্য সরকারকে তাদের আবাসন ব্যবস্থাপনা করতে হবে যতক্ষণ না তারা (হিংসার শিকার) তাদের বাড়ি পায়। জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্যদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে”।
/anm-bengali/media/media_files/2025/04/14/ItC0alUpc2iAsoXFrtMo.JPG)