/anm-bengali/media/media_files/2025/10/04/557326495_1372421934255247_5599637218772006728_n-2025-10-04-00-03-47.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ বিজয়া সম্মিলনীকে হাতিয়ার করে জনসংযোগ বাড়ানোর পথে শাসকদল তৃণমূল কংগ্রেস। আগামী বছরের ভোটকে সামনে রেখে এবারের বিজয়ায় বিশেষ গুরুত্ব দিতে চাইছে দল। তাই উৎসবের আবহ কাটতেই শুরু হচ্ছে রাজনৈতিক প্রস্তুতির ঝাঁঝ।
তৃণমূল সূত্রে খবর, আগামী ১৩ অক্টোবর ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রে আমতলায় বড়সড় বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জেলার ব্লক ও জেলা নেতৃত্বদের সঙ্গে সরাসরি কথা বলবেন বলেই জানা গিয়েছে।
এবারের বিজয়া সম্মিলনীকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ পরিকল্পনা। দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৫০ জনের বেশি বক্তার তালিকা প্রস্তুত করা হয়েছে। সূত্র অনুযায়ী, এই তালিকা খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই অনুমোদন করেছেন। তালিকায় কোন কোন শীর্ষ নেতা বা বিধায়ক, যুবনেতা ও ছাত্রনেতারা রয়েছেন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, তবে নেতৃত্বের একাংশের ধারণা, গুরুত্বপূর্ণ নামগুলিই এতে জায়গা পেয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/04/557568464_1372398357590938_3022464094633921806_n-2025-10-04-00-01-04.jpg)
দলের নির্দেশ অনুযায়ী, ৫ অক্টোবরের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিজয়া সম্মিলনী শুরু হবে। ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে — আগামী ১৮ অক্টোবর অর্থাৎ কালীপুজোর আগেই প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনী শেষ করতে হবে।
রাজনৈতিক মহলের মতে, পুজোর আবহে মানুষের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে ভোটের আগে শেষবারের মতো সংগঠনকে চাঙ্গা করতেই এই উদ্যোগ তৃণমূলের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us