বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠল বাগবাজার

বাপের বাড়িতে কাটিয়ে মা দুর্গা ফিরে যাচ্ছেন কৈলাসে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-02 at 20.59.46

File Picture

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকে টানা বৃষ্টিকে উপেক্ষা করেই বিজয়া দশমীর সকালে বাগবাজার দুর্গোৎসব কমিটির মণ্ডপে উপচে পড়ল মহিলাদের ভিড়। লালপাড় সাদা শাড়ি, মাথায় ফুল, হাতে সিঁদুরের থালা— এমন সাজেই মাকে বিদায় জানাতে হাজির হলেন সদ্য বিবাহিত থেকে প্রবীণ মহিলারা।

আজ বিজয়া দশমী। পাঁচ দিন বাপের বাড়িতে কাটিয়ে মা দুর্গা ফিরে যাচ্ছেন কৈলাসে। সেই বিদায়ের আগে রীতি মেনে অনুষ্ঠিত হল সিঁদুর খেলা। সকাল ৮টা থেকেই শুরু হয় সিঁদুর খেলায় মাতোয়ারা মুহূর্ত। বিশেষ পূজা ও কনকাঞ্জলির পর একে অপরের সিঁথি, গাল রাঙিয়ে তুললেন মহিলারা।

কলকাতা-সহ আশপাশের জেলা থেকেও এদিন বহু মানুষ ভিড় জমান বাগবাজারে। কেউ আসেন সোদপুর থেকে, কেউ বাগুইআটি থেকে। এমনকি বেঙ্গালুরু-সহ ভিনরাজ্য থেকেও আসেন অনেকে।

বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের সিঁদুর খেলা বরাবরই ঐতিহ্য ও সাবেকিয়ানার প্রতীক। এদিনও সেই রীতি অটুট রেখে মহিলাদের বয়সের সীমা ভেঙে— ৩০ থেকে ৭৫ বছরেরা একসঙ্গে মাতলেন আবেগঘন বিদায়ের খেলায়।