'আসছে তব বিদায়বেলা'! প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়ে বিজয়া দশমীতে পাঠান এই ম্যাসেজগুলি

ভারাক্রান্ত মন নিয়েই সকলে ঘরের মেয়েকে বিদায় জানানোর পালা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Durga

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর উৎসব শেষের দিকে।মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমীর পর আসছে বিজয়া দশমী। দশমী মানেই উমার কৈলাসে ফিরে যাওয়া। আজ থেকেই বিষাদের সুর। কাছের মানুষকে বিজয়ার বার্তা পাঠান এই ম্যাসেজ দিয়ে। 

১. মাগো এ বার যাও তবে, আসছে বছর আবার হবে।
২. ঢাকে পড়ল কাঠি, পুজো গেল জমজমাটি। শুভ বিজয়া।
৩. উমার হল সময় যাওয়ার, আসছে বছর আসবে আবার। শুভ বিজয়া।

durga1