New Update
/anm-bengali/media/media_files/NGkJ6wBg6upXlB2aiJHZ.png)
নিজস্ব সংবাদদাতা: ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুমে ৩১ বছর বয়সী একজন শিক্ষানবিশ চিকিৎসকের মৃতদেহ পাওয়া যায়। ১০ আগস্ট সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। দেশজুড়ে শুরু হয় ডাক্তারদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ।
/anm-bengali/media/media_files/dSRW1yaBOJmzutgfh0CT.jpg)
এদিকে যেখানে এর প্রতিবাদে উত্তাল কলকাতাসহ গোটা দেশ সেখানেই মানুষ এখনও গুগলের সার্চ ইঞ্জিনে মৃত ডাক্তারের শেষ মুহূর্তের ছবি এবং ভিডিও দেখতে চাইছে। কেউ 'ড. ——- ——- সিসিটিভি ভিডিও' লিখে সার্চ করছে। কেউ 'ডঃ —— —— রে*প ভিডিও', '——- —— ভিডিও' এবং 'ডাঃ—————- ভাইরাল ফটো' লিখে সার্চ করছে।
কুইন্ট রিপোর্ট বলছে ভারতের সবচেয়ে বেশি দেখা পর্ন সাইটগুলির মধ্যে একটি 'এক্স ভিডিও'-তে ওই ডাক্তারের নামে ৩,০০০-এর বেশি সার্চ করা হয়েছে। পর্ণ সাইট 'এক্স ভিডিও' তে এই ডাক্তারের নাম সার্চ নতুন নয়।
/anm-bengali/media/media_files/aFYxl9cqm1bb4hofAAdr.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us