New Update
/anm-bengali/media/media_files/bA2Gjjp0l0wj7CbjAE76.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আপনিও যদি ট্রেন প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। খুব শীঘ্রই দেশে বন্দে সাধারণ ট্রেন (Vande Sadharan Train) চালু হতে চলেছে। আর এই নিয়ে বড় দাবি করল বঙ্গ বিজেপি (BJP)। বিজেপির তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘সাধারণ জনগণের পাশে মোদী সরকার, শীঘ্রই চালু হচ্ছে বন্দে-সাধারণ ট্রেন! দেশের প্রতিটি মানুষের কথা তিনিই ভাবছেন, ফের বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদীজিI’ জানা গিয়েছে, খুব কম খরচে দ্রুত আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন এই ট্রেনের মাধ্যমে। হাওড়া-দিল্লি সহ দেশের মোট ৫টি রুটে দৌড়াবে এই বন্দে সাধারণ ট্রেন।
সাধারণ জনগণের পাশে মোদী সরকার, শীঘ্রই চালু হচ্ছে বন্দে-সাধারণ ট্রেন!
— BJP West Bengal (@BJP4Bengal) November 11, 2023
দেশের প্রতিটি মানুষের কথা তিনিই ভাবছেন, ফের বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদীজিI pic.twitter.com/UUT1wD532i
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us