WEST BENGAL: আসছে 'বন্দে মেট্রো'!

বর্তমানে হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে তিনটি 'বন্দে ভারত এক্সপ্রেস' যাতায়াত করছে বাংলা থেকে। এবার আসছে 'বন্দে মেট্রো'।

author-image
Anusmita Bhattacharya
New Update
vande1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে সাড়া ফেলেছে 'বন্দে ভারত এক্সপ্রেস'। ঘন্টা খানেকের মধ্যেই আরামে পৌঁছে যাবেন দূর-দূরান্তে। বাংলা থেকে চলছে তিনটি 'বন্দে ভারত এক্সপ্রেস'। এবার চালু হচ্ছে 'বন্দে মেট্রো'। একটি নয়, একেবারে দু'টি বন্দে মেট্রোর চাকা গড়াবে হাওড়া থেকে। আজিমগঞ্জ-হাওড়া এবং হাওড়া-ভাগলপুর-হাওড়া রুটে চলবে এই অত্যাধুনিক ট্রেন। 'বন্দে মেট্রো'য় কোচ থাকবে ৮টি করে। চলবে সপ্তাহে ৬ দিন।

আজিমগঞ্জ থেকে সকাল ৭.১৫ মিনিটে হাওড়ামুখী ট্রেন ছাড়বে ও হাওড়া পৌঁছবে সকাল ১১.২০ মিনিটে। শনিবার বাদে ৬ দিনই চলবে।ভাগলপুর থেকে ছাড়বে সকাল ৬.১৫ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছবে দুপুর ১.৪৫ মিনিটে। মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন চলবে।