New Update
/anm-bengali/media/media_files/PJZxHHvzWLJRBo2jDI4S.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ফলে ভোটকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। এবার এই ভোটের জন্য পিছিয়ে দেওয়া হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা। স্নাতক স্তরের বেশ কয়েকটি পরীক্ষা পিছিয়ে গেল। আগামী ২৭ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল বিএ, বিএসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা। কিন্তু ভোটের কারণে সব পরীক্ষা পিছিয়ে গেল। আগামী ২৭ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে শুরু হবে ১৫ জুলাই থেকে। পরীক্ষা চলবে ২৪ জুলাই পর্যন্ত।
রইল নতুন সূচি:
/anm-bengali/media/media_files/maViQVJNa5QEDCnkZTEV.webp)
/anm-bengali/media/media_files/eFQxhMTEwSoAnG2ajEA4.webp)
/anm-bengali/media/media_files/LkVUVH62PcAzzsmu9Pwq.webp)
/anm-bengali/media/media_files/T9Y1QyS2Nzab3NVa7naN.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us