সেরামপুরে চ্যালেঞ্জের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার — “বাংলা বাঁচাতে প্রাণ দিতে প্রস্তুত”

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুমকির পাল্টা জবাবে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্যে চড়ছে রাজনৈতিক উত্তাপ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-18 12.31.08 PM

নিজস্ব সংবাদদাতা: রাজনৈতিক তর্ক-বিতর্কের মধ্যেই তীব্র হুঁশিয়ারি ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন পশ্চিমবঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “গতকাল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে আমাকে সেরামপুরে আসতে চ্যালেঞ্জ করেছেন এবং হুমকি দিয়েছেন যে, আমি নাকি কলকাতার বাড়িতে ফিরতে পারব না। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি।”

মজুমদার আরও বলেন, “দেশের স্বাধীনতার জন্য অসংখ্য স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছিলেন। আমরা সেই সময়ে জন্মাইনি, তাই সেই সুযোগ পাইনি। কিন্তু যদি আজ আমাদের সুযোগ হয় এই বাংলা’কে ‘ওয়েস্ট বাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা করার, তাহলে আমরা প্রাণ দিতেও প্রস্তুত। আমি দেখতে চাই, কতগুলো গুলি আছে যা সুখান্ত মজুমদারকে ভেদ করতে পারে।”