New Update
/anm-bengali/media/media_files/NP9GtSNvRqBg5Iww88cG.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃনিজস্ব সংবাদদাতাঃকেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ মন্তব্য করেছেন।
/anm-bengali/media/media_files/ZgDl5BTvB98mLt6aJ3t8.jpg)
তিনি বলেছেন, “আজকের নাগরিক আন্দোলন দেখে কেঁপে গেছে নবান্ন। কর্মসূচি মিটতেই শুরু হয়ে গেল আরেক দফা ধরপাকড়। এবিপি আনন্দর স্টুডিও থেকে বেরোতেই পুলিশ তুলে নিয়ে গেল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ীকে। পুলিশ দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না।”
আজকের নাগরিক আন্দোলন দেখে কেঁপে গেছে নবান্ন। কর্মসূচি মিটতেই শুরু হয়ে গেল আরেক দফা ধরপাকড়। এবিপি আনন্দর স্টুডিও থেকে বেরোতেই পুলিশ তুলে নিয়ে গেল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ীকে। পুলিশ দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না। pic.twitter.com/kZy3IOOKNb
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 27, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us