/anm-bengali/media/media_files/7m0QrRtxMtokoCFqYK6c.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃপঞ্চায়েত ভোট মিটতেই রাজধানী দিল্লিতে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তকে দিল্লিতে তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আজ শাহর সঙ্গে বৈঠক করেন সুকান্ত। ওই বৈঠকে অমিত শাহর কাছে রিপোর্ট জমা দেন সুকান্ত। মূলত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপির মার্কশিট এবং বাংলায় নির্বাচন পর্বের হিংসা ও অশান্তি নিয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে রিপোর্টে।
অমিত শাহর বাসভবন থেকে বেরিয়ে সুকান্ত জানান, "পঞ্চায়েত ভোটে বাংলার অশান্তির সব খুঁটিনাটি অমিত শাহকে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি কথা গুরুত্ব দিয়ে শুনেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন যে আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সফর করবেন এবং একটি জনসভা করবেন। তৃণমূল বিজেপি কর্মীদের ঘোড়ায় চড়ানোর চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে লড়ছি।"
#WATCH | "Union Home Minister Amit Shah assured that in the month of August, he will visit West Bengal and hold a public rally...TMC is trying to horsetrade BJP workers. We are fighting against it...Be it the Assam govt or Manipur govt they are trying to curb violence in their… pic.twitter.com/JPb1dLfJYR
তিনি আরও বলেন, "আসাম সরকার হোক বা মণিপুর সরকার, তারা তাদের রাজ্যে সহিংসতা দমনের চেষ্টা করছে, কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের সহিংসতা রোধ করার চেষ্টা করেনি। প্রহসন এবং ভুয়া ভোটের পরেও আমাদের (বিজেপি) ১১,০০৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন এবং এটি একটি বিশাল সংখ্যা।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us