New Update
/anm-bengali/media/media_files/2025/07/05/kolkata-police-2025-07-05-19-29-06.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একদিকে উল্টোরথ, অন্যদিকে মহরম—দুটি ধর্মীয় অনুষ্ঠানের জোড়া পালনে উৎসব ও নিরাপত্তার আবহে মেতে উঠেছে রাজ্য। দিঘা, পুরী, মাহেশ থেকে কলকাতা—উল্টোরথ উপলক্ষে শনিবার সকাল থেকেই ভক্তদের ঢল। অন্যদিকে, রবিবার রয়েছে মহরম। তাই কলকাতা ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে লালবাজার।
লালবাজার সূত্রে খবর, মহরমের শোভাযাত্রাগুলিকে কেন্দ্র করে শহরে মোতায়েন করা হচ্ছে প্রায় ৫ হাজার পুলিশ কর্মী। প্রতিটি শোভাযাত্রার সামনে ও পিছনে পুলিশ থাকবে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় বসছে পুলিশ পিকেট।
নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সব ডিভিশনের ডিসি, এসি এবং উচ্চপদস্থ আধিকারিকরাও রাস্তায় উপস্থিত থাকবেন। নজরদারিতে সাহায্য করতে ব্যবহার করা হবে সিসিটিভি ও ড্রোন।