Behala Road Accident: অফিস ফেরত ২ ব্যক্তির মৃত্যু

অফিস থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু। দুর্ঘটনার শিকার হয়ে মর্মান্তিক পরিণতি বহুজাতিক সংস্থার দুই কর্মীর। পুলিশ সূত্রে খবর, মৃত দু জনের একজন হলেন শুভেন্দু দাস (৪৮)। তিনি বেলগাছিয়ার বাসিন্দা। অন্যজন হলেন সুব্রত রায় (৫০)। তিনি থাকেন বিরাটিতে।

author-image
Aniruddha Chakraborty
New Update
k,hjmnb

নিজস্ব সংবাদদাতাঃ অফিস থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু। দুর্ঘটনার শিকার হয়ে মর্মান্তিক পরিণতি বহুজাতিক সংস্থার দুই কর্মীর। মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ অফিস শেষ করে বেহালা থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন উভয়ই। সেই সময় আচমকাই বাইকের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে যায়। তখনই ট্রাকের ভারি চাকায় পিষ্ট হয়ে মৃ্ত্যু হয় তাঁদের। পুলিশ সূত্রে খবর, মৃত দু জনের একজন হলেন শুভেন্দু দাস (৪৮)। তিনি বেলগাছিয়ার বাসিন্দা। অন্যজন হলেন সুব্রত রায় (৫০)। তিনি থাকেন বিরাটিতে। উভয়ই একটি নামী বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। দুর্ঘটনার পর সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় হেস্টিংস থানায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হন থানার আধিকারিকরা। পুলিশ এসে দুই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বাইক আরোহীর মাথাতে হেলমেট ছিল। ইতিমধ্যে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।