/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার তার সমালোচককে নিয়ে চরম অপমানকর ট্যুইট করলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
তিনি বলেছেন, "মুলো যুবর দিনলিপি, সংক্ষেপে। পাঠকের সুবিধার জন্য একটু edit করে গুছিয়ে লিখে দিলাম। প্রতি ২৬সে জানুয়ারি ও ১৫ই আগস্ট, সকালে ভক্তিভরে পার্টি আপিসে দেশ ও পার্টির পতাকা উত্তোলন,পরে নিকটবর্তী হাটে তোলা তোলন, দ্বিপ্রহরে কাকের মাংস দেওয়া বিরিয়ানি ও একটি পাউচ সহকারে ভুরিভোজন, বৈকালে ভাঁড়ে চা,একটি লেড়ো বিস্কুট ও কাঁচা খিস্তি,বেশিরভাগ ক্ষেত্রে মোদীকে,নাহলে পাড়া প্রতিবেশীকে, সাঁঝবেলা থেকে উচ্চাঙ্গ সংগীতে নাচন,রাতে ক্লান্ত হয়ে দুটি পাউচ সহযোগে আবার কাক বিরিয়ানি।এলাকা বিশেষে মধ্য রাত থেকে ভোর রাতে টাটকা পুলি পিঠে ভক্ষণ।বিশেষত একটু মফস্বল বা গ্রামীণ এলাকায় এই প্রথা ভীষণ জনপ্রিয়। কিন্তু, “ফাগুন যখন যাবে গো নিয়ে ফুলের ডালা, কি দিয়ে তখন গাঁথিবে তোমার বরণমালা, হে গরবিনী?" তথাগত রায়ের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
মুলো যুবর দিনলিপি, সংক্ষেপে। পাঠকের সুবিধার জন্য একটু edit করে গুছিয়ে লিখে দিলাম।
— Tathagata Roy (@tathagata2) August 18, 2024
@KafarkPadtaHai
প্রতি ২৬সে জানুয়ারি ও ১৫ই আগস্ট, সকালে ভক্তিভরে পার্টি আপিসে দেশ ও পার্টির পতাকা উত্তোলন,পরে নিকটবর্তী হাটে তোলা তোলন, দ্বিপ্রহরে কাকের মাংস দেওয়া বিরিয়ানি ও একটি পাউচ সহকারে…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)