ত্রিপুরার অমিত কুমার সাহা এবার ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে

সামনে ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগেই ত্রিপুরায় মুখ থুবড়ে পড়লো তৃণমূল। রাজ্য সম্পাদক ঘাস ফুল থেকে এবার জোড়া ফুলে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ত্রিপুরার রাজ্য সম্পাদক অমিত কুমার সাহা। বাংলা থেকে কোনো যোগাযোগ রাখছেননা তৃণমূল নেতৃত্ব

author-image
Shroddha Bhattacharyya
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা : দলবদলের রাজনীতি এখন হামেশাই চলছে। ঠিক না ভুল তা বিচারের দায় কার ? সে উত্তর কারোর জানা নেই। নিজের স্বার্থ চরিতার্থে বা ক্ষমতার লোভে নাকি সত্যিই জনগণের ভালো চেয়ে এই পদক্ষেপ নিচ্ছেন নেতারা সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। 
লোকসভা নির্বাচনের আগে আবারও তৃণমূল শিবিরে বড়ো ধাক্কা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ত্রিপুরার রাজ্য সম্পাদক অমিত কুমার সাহা। বাংলা থেকে কোনো যোগাযোগ রাখছেননা তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগের ভিত্তিতে দল ছাড়লেন তিনি। অমিত আরও জানান ,"ত্রিপুরাতে তৃণমুলের কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গ থেকে কোন যোগাযোগ রাখেননা কেউ।" এই সকল অভিযোগ এনে জানিয়ে দিলেন পদ্ম শিবিরেই থাকছেন তিনি।

flamefood1

flavourfood

cityaddnew