New Update
/anm-bengali/media/media_files/aumzxLuxtX4VEkys3mpj.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ২০২৬ বিধানসভা ভোটের একবছর আগে রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে বসছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, FAM। বৈঠক শুরুর আগে ‘অধিনায়ক অভিষেক’ স্লোগান শোনা গেল তৃণমূল কর্মী, সমর্থকদের মুখে। হলুদ পতাকায় মুড়ে ফেলা হয়েছে যাদবপুর, পাটুলি-সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা। হলুদ জার্সি পরে বৈঠকে যোগ দিতে এসেছেন তৃণমূল কর্মী, সমর্থকেরা। ‘মিশন ২০২৬ স্টার্ট ফ্রম হিয়ার‘ লেখা ব্যানারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।
/anm-bengali/media/media_files/VzFQBG1nSL37dTXAuO0t.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us