/anm-bengali/media/media_files/1ac46dZVouF3CNMBx3Ho.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের IT এবং সোশ্যাল মিডিয়া cell এর সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস এবার জুনিয়র ডাক্তারদের পাঁড় মাতাল বলে আক্রমণ করলেন। এই বিষয়টি সামনে আনলেন তরুণজ্যোতি তিওয়ারি। সঙ্গে তিনি বলেছেন, "অনশনরত ডাক্তারদের পাঁড় মাতাল বললেন তৃণমূলের IT এবং সোশ্যাল মিডিয়া cell এর সাধারণ সম্পাদক।। এইরকম অসাধারণ রত্ন একমাত্র তৃণমূলেই পাওয়া যায়।। এদেরকে নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো। কারণ এরা মুখ খুললেই দুর্গন্ধ বেরোয়।।"
/anm-bengali/media/media_files/D242RyrvIkgUBLBdaupP.jpg)
তরুণজ্যোতি তিওয়ারি যে পোস্টটি শেয়ার করে সামনে এনেছেন তাতে দেখা যাচ্ছে, নীলাঞ্জন দাস লিখেছেন, "এতদিন এত লোকে অনশন করেছে কারুর রক্ত বমি, কালো পায়খানা হয়নি অনশন করতে গিয়ে। কিন্তু ৬-৭ দিন অনশন করেই জুনিয়র ডাক্তারদের এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কেন? তাও আবার শুধু ছেলেদেরই হচ্ছে, মেয়েদের হচ্ছে না কেন? আর একসাথে কেন হচ্ছে? এর একটাই কারণ হতে পারে যদি কারুর কোনো pre-existing gastritis বা liver dysfunction থাকে। পূর্ব থেকেই গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যা কী থেকে হতে পারে? যদি ভীষণ ভাবে alcoholic হয় বা অত্যাধিক মদ্যপান করে। বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে বসে আমরণ অনশন করছে!!" নীলাঞ্জন দাসের পোস্ট ঘিরে শোরগোল চলছে।
এতদিন এত লোকে অনশন করেছে কারুর রক্ত বমি, কালো পায়খানা হয়নি অনশন করতে গিয়ে। কিন্তু ৬-৭ দিন অনশন করেই জুনিয়র ডাক্তারদের এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কেন? তাও আবার শুধু ছেলেদেরই হচ্ছে, মেয়েদের হচ্ছে না কেন? আর একসাথে কেন হচ্ছে?
— Nilanjan Das (@NilanjanDasAITC) October 13, 2024
এর একটাই কারণ হতে পারে যদি কারুর কোনো pre-existing…
অনশনরত ডাক্তারদের পাঁড় মাতাল বললেন তৃণমূলের IT এবং সোশ্যাল মিডিয়া cell এর সাধারণ সম্পাদক।।
— Tarunjyoti Tewari (@tjt4002) October 14, 2024
এইরকম অসাধারণ রত্ন একমাত্র তৃণমূলেই পাওয়া যায়।।
এদেরকে নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো। কারণ এরা মুখ খুললেই দুর্গন্ধ বেরোয়।। pic.twitter.com/WX2Y0xBh8N
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)