/anm-bengali/media/media_files/DDVR9GjeW1aonphsgRlo.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর কাণ্ডে এবার সরব হলেন তৃণমূল বিধায়ক অদিতি মুনসি। সূত্র মারফত জানা গিয়েছে যে, তৃণমূল বিধায়ক অদিতি মুনসিকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে বলা হয়েছে যে, '' অতিভক্তি চোরের লক্ষণ ''।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/08/KOLKATA-PROTESTS-696x392.jpg?compress=true&quality=80&w=376&dpr=2.6)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আর জি করের মামলআর প্রতিবাদে প্রায় সকলেই রাস্তায় নামলেও, তৃণমূল বিধায়ক অদিতি মুনসিকে একবারের জন্যও প্রতিবাদে নামতে দেখা যায়নি। আর এই নিয়েই শুরু হয়েছে নেট নাগরিকদের কটাক্ষ।
/anm-bengali/media/post_attachments/69f807a09747ca8729c743e2b6cb4e37e6a07ffd64f11adc5f16dfb6b6e6e61e.gif)
তবে তিনি চুপ করে থাকেন নি। তিনি জবাব দিয়েছেন, '' স্বাধীনতার ৭৭ বছর পর নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ করতে হচ্ছে, এটা ভাবলেই ঘেন্না হচ্ছে। আমি জানি এর পরেও অনেক মানুষ ব্যক্তিগত আক্রমণ করবেন, তবে সেটা আপনাদের ব্যক্তিগত রুচি। আপনারা যাঁরা দীর্ঘ দিন আমার সঙ্গে আছেন, তাঁরা জানেন যে আজ পর্যন্ত আমি সঙ্গীত বাদে কোনও রাজনৈতিক পোস্ট তো দূরের কথা, এমনকি কোনও নেতিবাচক কথাও বলিনি। কারণ আমার ধর্ম, আমার শিক্ষা, আমার সঙ্গীত, ঘৃণা নয়— ভালবাসার কথা বলে। আজ যারা এর প্রতিদানে এত আঘাতে ভরিয়ে দিলেন, তাঁদের ধন্যবাদ। ''
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/11/Aditi-2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us