সাড়ে ১১ ঘণ্টা, ইডির জেরা সামলে বেরিয়ে গেলেন সায়নী

ইডি-র নোটিস পেতেই দুদিন ধরে কার্যত খোঁজ মিলছিল না সায়নীর। তিনি সিজিওতে যাবেন কি যাবেন না তা নিয়েও তৈরি হয়েছিল তীব্র জল্পনা।

author-image
Aniruddha Chakraborty
New Update
sayani_ghosh

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃসন্ধ্যা বাড়তেই বাড়ছিল জল্পনা। সায়নীকে ঠিক কী প্রশ্ন করা হচ্ছে, তার কী উত্তর দিচ্ছেন তিনি, তা নিয়ে তৈরি হয় বিস্তর চাপানউতর। অবশেষে ইডির ম্যারাথন জেরা সামলে রাত পৌনে এগারোটা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে যান তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর সিজিও থেকে বেরিয়ে গেলেন তিনি।

প্রসঙ্গত, এদিন সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে যাওয়ার পরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। করা হয় বয়ান রেকর্ড। এদিকে হাজিরার নোটিসের সময় সায়নীকে তাঁর যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য়, সম্পত্তির খতিয়ান, আয়কর রিটার্নের যাবতীয় তথ্য় আনতে বলা হয়েছিল। সূত্রে খবর, এদিন তার মধ্যে বেশ কিছু নথি নিয়ে সিজিওতে এসেছিলেন সায়নী। ৩০ জুন শুক্রবার সকাল সাড়ে এগারোটার মধ্যে সায়নীকে সিজিওতে তলব করেছিল ইডি। যদিও নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে সকাল ১১টা বেজে ২১ মিনিটে সিজিওতে ঢুকে যান সায়নী।