'তৃণমূল খুব খারাপ'- কুণাল ঘোষ এবার ফের শোরগোল ফেলে দিলেন

কুণাল ঘোষ এবার শোরগোল ফেলে দিলেন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
kunal-ghosh

নিজস্ব সংবাদদাতা: এবার প্রতিবাদ করতে যাওয়া মানুষের দুটি ছবি সামনে এনে কটাক্ষের ট্যুইট করলেন কুণাল ঘোষ।

তিনি বলেছেন, "আরজিকর কান্ডে বিচার চাইতে যুবভারতীতে। চোখে মুখে উদ্বেগ। চিন্তা। অশ্রু। তৃণমূল খুব খারাপ। শুধু আমাদের কমরেডদের অধিকার গভীর শোকপ্রকাশ করে ভেঙে পড়ার। আমরাই বিপ্লবী। আর হ্যাঁ, প্রতিবাদটা অরাজনৈতিক"।

কুণাল ঘোষের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।