বিহার ফলাফলে তৃণমূল ভীত, অভিযোগ দিলীপ ঘোষের

“বিজেপি কর্মীরা মিষ্টি বিলি করলেই আক্রমণ—এটাই প্রমাণ করে TMC ভয় পেয়েছে”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-15 9.48.42 AM

নিজস্ব সংবাদদাতাঃ বিহারে এনডিএ-র বিপুল জয়ের পর রাজনৈতিক তরঙ্গ পৌঁছে গেছে পশ্চিমবঙ্গেও। এই প্রেক্ষাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “বিহারের ফলাফলে তৃণমূল ভয় পেয়েছে। বিজেপি কর্মীরা যখন মিষ্টি বিতরণ করে আনন্দ করছে, তখন কোথাও না কোথাও তাদের ওপর আক্রমণ হচ্ছে। জয়ীরা উদযাপন করতেই পারে—তৃণমূলের এই আচরণই প্রমাণ করে তারা ভীত।”

Screenshot 2025-11-15 9.42.55 AM

তিনি আরও মন্তব্য করেন, “তৃণমূল তো এমন ভাব করে যেন বাংলা ভারতের বাইরের একটি জায়গা! কিন্তু তা নয়। বিহার ও বাংলা—দুটোই ভারতের অবিচ্ছেদ্য অংশ। এক জায়গায় পরিবর্তন এলে তার প্রভাব অন্য জায়গাতেও পড়ে। বিহারের প্রভাব বাংলাতেও দেখা যাবে।”