ঐতিহ্যবাহী ট্রাম এবার ইতিহাস হতে চলেছে, জানিয়ে দিল সরকার

হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট—সব জায়গাতেই মামলা চলমান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
photo-1626198226928-617fc6c6203e

File Picture

নিজস্ব সংবাদদাতা: কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ধীরগতির কারণে আধুনিক শহরের পরিবহণ ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না ট্রাম। ট্রাফিক সমস্যার জন্যও দায়ী করা হচ্ছে এটিকে। রাজ্য সরকার ট্রাম পরিষেবা বন্ধ করতে চাইলে বিষয়টি পৌঁছায় আদালতে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট—সব জায়গাতেই মামলা চলমান।

এরই মধ্যে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ট্রাম নিয়ে সরকারের অবস্থান জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, "একটি রুটে ট্রাম থাকবে হেরিটেজ হিসাবে—ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত। সেটি সাজানো-সজ্জিত করা হবে, যাতে কলকাতায় আসা মানুষজন ট্রাম ভ্রমণের স্বাদ নিতে পারেন"।

তবে স্পষ্টভাবে জানান, “বাকি ট্রাম আমরা চালাতে চাই না। সরকার চালাতে চাইছে না। আদালত আমাদের মতামত জানতে চেয়েছে, তাই জানানো হয়েছে। নয়ত অব্যবহৃত ট্রামলাইনগুলো তুলে ফেলা দরকার"।

Tram

মন্ত্রী আরও জানান, অব্যবহৃত ট্রামলাইনের কারণে রাস্তায় ছোট গাড়ি, সাইকেল ও বাইক স্কিড করছে, দুর্ঘটনাও ঘটছে। ফলে রাস্তা মসৃণ করা যাচ্ছে না। তাই এসব লাইন তুলে ফেলা জরুরি বলে মত সরকারের।

উল্লেখ্য, কিছুদিন আগেই রহস্যজনকভাবে কয়েকটি ট্রামলাইন বুজিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে আপাতত আদালতের নির্দেশ মেনে সরকার ট্রামলাইন নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। মামলা এখনও শীর্ষ আদালতে বিচারাধীন।