/anm-bengali/media/media_files/papGXOGOpv9RJxhgddw1.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: জুলাই মাসের শুরুতেই রেলের পক্ষ থেকে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হল। আগামী ২ দিন হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ওভারহেড ইলেকট্রিফিকেশন এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কারণে একাধিক ট্রেন বাতিল হয়েছে হাওড়া থেকে বর্ধমান, আরামবাগ, রামপুরহাট, ডানকুনি, গোঘাট রুটের। এর পাশাপাশি আবার বেশ কিছু লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতেও এসেছে পরিবর্তন।
রামপুরহাট থেকে - 03094, হাওড়া থেকে - 36823, 36825, 36827, 36829, 37363, 37917, 36033, 36035, বর্ধমান থেকে - 36838, 36840, 36842, 36844, আরামবাগ থেকে- 37364, ব্যান্ডেল থেকে - 37749, কাটোয়া থেকে- 37748, 37924, 03067, আজ়িমগঞ্জ থেকে - 03068, ডানকুনি থেকে - 32230, 32232, 32234, 32236, চন্দনপুর থেকে - 36034, 36036 বাতিল ১ জুলাই।
হাওড়া থেকে - 36823, 36825, 36827, 36829, 37317, 37373, 37319, 37361, 37363, 37917, 36033, 36035, বর্ধমান থেকে - 36838, 36840, 36842, 36844, তারকেশ্বর থেকে- 37328, 37330, 37332, আরামবাগ থেকে - 37362, 37364, গোঘাট থেকে - 37390, ব্যান্ডেল থেকে - 37749, কাটোয়া থেকে - 37748, 37924, 03095, 03035, 03067, আজিমগঞ্জ থেকে- 03096, 03036, 03068, ডানকুনি থেকে - 32232, 32234, 32236, শিয়ালদা থেকে- 32229, 32231, 32233, 32235, চন্দনপুর থেকে - 36034, 36036 বাতিল ২ জুলাই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us