/anm-bengali/media/media_files/PCdUxwieG8KIIb1bbWva.jpg)
নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন 'রেমাল' কি তাণ্ডব চালাবে? যত তার আগমনের সময় এগিয়ে আসছে ততই ভয় দানা বাঁধছে মানুষের মনে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে আস্তে আস্তে। ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে।
আশঙ্কা থেকেই এখন থেকেই আগাম প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। সাইক্লোনের জন্য আগেভাগেই বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দিল দক্ষিণ পূর্ব রেল। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ছে মেদিনীপুরে। ঝড়-বৃষ্টি চলছে। রবিবার ২৬ মে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, পাশকুড়া-দিঘা মেমু, পাশকুড়া-দিঘা ইএমইউ বাতিল থাকবে। সোমবার ২৭ মে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/ec42908b5ad9d184b2e6c55b7386548d67e629ece6844fea2bff2ea88bcbdaca.jpeg)
#WATCH | Purba Medinipur, West Bengal: District administration has issued advisory to fishermen in the wake of cyclone 'Remal'
— ANI (@ANI) May 24, 2024
(Visuals from Digha beach) pic.twitter.com/QZKsiwcmtm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us