/anm-bengali/media/media_files/QGesmkCwpSrKXAmlz87g.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কয়েক ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নেবে ঘূর্ণিঝড় মিগজাউম। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে তান্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়। এই পরিস্থিতির জন্য এবার ১৪৪টি এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হল। হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি থেকে ১৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়া একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় রেল।
হাওড়া থেকে বাতিল হওয়া টেনের তালিকা (১):
১২২৪৫ হাওড়া স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস ৩ ডিসেম্বর বাতিল।
১২২৪৬ হাওড়া স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ৫ ডিসেম্বর বাতিল।
১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল ৩ এবং ৪ ডিসেম্বর বাতিল।
১২৮৪০ চেন্নাই- হাওড়া মেল ৪, ৫ এবং ৬ ডিসেম্বর বাতিল।
১২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ৩ এবং ৪ ডিসেম্বর বাতিল।
হাওড়া থেকে বাতিল হওয়া টেনের তালিকা (২):
১৬৮৫৪ স্যার এম বিশ্বশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ৪, ৫ এবং ৬ ডিসেম্বর বাতিল।
১২৮৬৭ হাওড়া-পুদুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস ৩ ডিসেম্বর বাতিল
১২৮৬৮ পুদুচেরি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ৬ ডিসেম্বর বাতিল।
২২৮৬৩ হাওড়া-বেঙ্গালুরু সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ৪ ডিসেম্বর বাতিল।
২২৮৬৪ বেঙ্গালুরু-হাওড়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ৬ ডিসেম্বর বাতিল।
শালিমার থেকে বাতিল ট্রেনের তালিকা:
১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস ৪, ৫ এবং 6 ডিসেম্বর বাতিল।
১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস ৪ এবং ৫ ডিসেম্বর বাতিল।
১২৬৫৯ নাগরকইল জংশন-শালিমার গুরুদেব এক্সপ্রেস ৩ ডিসেম্বর বাতিল।
১২৬৬০ শালিমার-নাগরকইল জংশন গুরুদেব এক্সপ্রেস ৬ ডিসেম্বর বাতিল।
সাঁতরাগাছি থেকে বাতিল হওয়া টেনের তালিকা:
২২৮৪১ সাঁতরাগাছি-তাম্বরম অন্ত্যদয় এক্সপ্রেস ৪ ডিসেম্বর বাতিল।
২২৮৪২ তাম্বরম-সাঁতরাগাছি অন্ত্যদয় এক্সপ্রেস ৬ ডিসেম্বর বাতিল।
২২৮৫৫ সাঁতরাগাছি-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ৩ ডিসেম্বর বাতিল।
২২৮৫৬ শালিমার-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস ৫ ডিসেম্বর বাতিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us