Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/RofyxcKwcR0TKEXAwRRJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: ডানার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়। হাওড়া এবং শিয়ালদা লাইনে জল জমে থাকার কারণে শুক্রবারও বিঘ্নিত হয়ে পড়েছিল স্বাভাবিক রেল চলাচল।
এবার শনিবারও বাতিল করে দেওয়া হল একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন। মোট ৫টি এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়ার খবর আপাতত সামনে এল। এর মধ্যে রয়েছে ১২২৪৫ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। সেই সঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, ২২৮৩০ শালিমার-ভুজ এক্সপ্রেস এবং ০৬০৮৮ শালিমার-তিরুনেলভেলি স্পেশাল এক্সপ্রেস। সব ক’টি এক্সপ্রেসই দক্ষিণ-পূর্ব রেলের। যদিও শনিবার ট্রেন বাতিল করে দেওয়ার বিষয় নিয়ে পূর্ব রেলের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি, তাই পরিষেবা স্বাভাবিক থাকতেও পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us