ফের দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা! বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন

লাইন মেরামতি এবং সিগন্যালিংয়ের কাজের জন্য আগামী সপ্তাহ থেকে চক্রধরপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে।

New Update
123

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আগামী সপ্তাহ থেকে দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনে একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল থাকবে। রেল সূত্রে খবর, দীর্ঘদিন অনেক ট্রেন বাতিল থাকবে। ওই ডিভিশনের প্রচুর লাইন মেরামতির কাজ চলবে, সঙ্গে চলবে সিগন্যালিংয়ের কাজ। পুরীগামী একাধিক ট্রেন বাতিল থাকবে। পুরুলিয়া, আদ্রা, খড়গপুর, টাটাগামী প্রচুর লোকাল ট্রেন বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা।

চক্রধরপুর ডিভিশনে মোট ৬৬টি ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৮৪৫২ পুরী-এইচটিই এক্সপ্রেস বাতিল থাকবে। ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৮৪৫১ এইচটিই-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে। ২৯ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাওড়া-সিএসএমটি ১২৮৭০ বাতিল থাকবে।১৩৪২৬ এটি-মালদহ এক্সপ্রেস ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। ২২৮৪৫ পুনে-এইচটিই এক্সপ্রেস ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।