ফের একগুচ্ছ ট্রেন বাতিল! আপনার সমস্যা হবে এই লিস্ট না দেখলে

ফের একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হল হাওড়ায়। আপনার সমস্যা যাতে না হয় তাই দেখে নিন এই লিস্ট। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
 passenger train in the Howrah Division

নিজস্ব সংবাদদাতা: সাবওয়ে তৈরি হচ্ছে সমুদ্রগড় এবং ধাত্রিগ্রাম স্টেশনের মধ্যে। কাজও চলছে। তাই ১১ ফেব্রুয়ারি রবিবার হওড়া থেকে একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল। এদিনই বিবৃতি দিয়ে রেল এই ঘোষণা করল। প্রসঙ্গত, সাম্প্রতিককালে কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও আবার ওভারহেডের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য দফায় দফায় ট্রেন বাতিল হয়ে গিয়েছে হাওড়ায়। সেই ছবি দেখা গিয়েছে শিয়ালদহে। সবথেকে বেশি ট্রেন বাতিল হয়ে যায় শনি-রবিবারের সপ্তাহান্তে। এবার ফের ট্রেন বাতিলের খবর সামনে আসল। ফের ভোগান্তির আশঙ্কা। 

বাতিল: 

ব্যান্ডেল থেকে: 37745, 37747, 37749

হাওড়া থেকে: 37911, 37913, 37915, 37917, 37235

শিয়ালদহ থেকে: 31111

কাটোয়া থেকে: 37914, 37916, 37918, 37920, 37922, 37744, 37746, 31112, 03061

আজিমগঞ্জ থেকে: 03062