New Update
/anm-bengali/media/media_files/uOSouQWNwuDjwVUlkrTE.jpg)
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার জেরার পর গত মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা। গ্রেফতারির একদিনের মাথায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। সুজয়ের বাড়ির বাইরে থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার লেনদেনের ছেঁড়া কাগজ।
সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ির বাইরের ডাস্টবিন থেকে কিছু ছেঁড়া কাগজ উদ্ধার করা হয়েছে। যেগুলিকে আর্থিক লেনদেনের নথি বলেই প্রাথমিকভাবে ধরা হচ্ছে। একটি কনসালটেন্সির নামও রয়েছে তাতে। এর আগেও সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে হানা দিয়ে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে গোয়েন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us