স্বাধীনতা দিবসের রাতে ‘অভয়া’র ন্যায়ের দাবিতে মশাল মিছিল

‘অভয়া’র ন্যায়ের দাবিতে মশাল মিছিল।‘অভয়া’র ন্যায়ের দাবিতে মশাল মিছিল।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-15 2.38.09 AM

নিজস্ব সংবাদদাতা: মধ্যরাতে মশাল হাতে অবস্থান নিলেন অভয়া মঞ্চ, যাদবপুর পুরাতনি এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্টরস ফ্রন্ট-এর সদস্যরা। স্বাধীনতা দিবস উদ্‌যাপনের মধ্যেই তারা ‘অভয়া’র ন্যায়বিচারের দাবিতে স্লোগান তোলেন।

প্রতিবাদকারীরা জানান, স্বাধীন ভারতের সত্যিকারের মর্যাদা তখনই রক্ষা পাবে, যখন নারীর প্রতি অন্যায় ও সহিংসতার অবসান ঘটবে। মশাল মিছিলের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বক্তব্যও রাখা হয়।

স্থানীয় মানুষ ও পথচারীরাও এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন।