সকালে থেকে স্বস্তি, উইকেন্ডে পারদ পতনের সম্ভাবনা ! দেখে নিন আজকের আবহাওয়ার খবর

আজকের আবহাওয়ার আপডেট।

author-image
Debjit Biswas
New Update
Winter

নিজস্ব সংবাদদাতা : নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসে অবশেষে কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের হালকা আমেজ ফিরতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার, শহরের আকাশ থাকবে পরিষ্কার এবং রোদ ঝলমলে (Sunny)। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় প্রায় ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২২° থেকে ২৪° সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের শুরু থেকেই তাপমাত্রায় এক দারুন স্বস্তি অনুভূত হচ্ছে। যদিও সকাল ৮টা নাগাদ বর্তমান তাপমাত্রা ২৭° সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা (Feels like) ৩০° সেলসিয়াসের কাছাকাছি, তবে উত্তর দিক থেকে আসা হালকা বাতাসের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কমেছে।

bengal weather.jpg

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে বরফপাত শুরু হওয়ায় সেই ঠান্ডা হাওয়া ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে। এর জেরে চলতি সপ্তাহান্তে, অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

কলকাতার রাতের তাপমাত্রা তখন ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা সকালে এবং রাতে হালকা শীতের অনুভূতি এনে দেবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে (যেমন পুরুলিয়া, বাঁকুড়া) এই ঠান্ডা আরও বেশি অনুভূত হবে।