সারাদিন বৃষ্টি হলেও,দাপট দেখাবে তীব্র গরম ! দেখে নিন আজকের আবহাওয়ার খবর

আজকের আবহাওয়ার রিপোর্ট।

author-image
Debjit Biswas
New Update
dehi weather  s

নিজস্ব সংবাদদাতা : আজ মঙ্গলবার, কলকাতার আকাশ প্রায় সারাদিনই মেঘে ঢাকা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বাতাসের আপেক্ষিক আর্দ্রতার কারণে "অনুভূত তাপমাত্রা" (feels like temperature) প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতে পারে, যা তীব্র অস্বস্তি বাড়াবে।

 West Bengal | thunderstorms | Rain | Weather | Cooch Behar | Jalpaiguri | Alipurdua

আজ সকাল থেকেই হালকা বৃষ্টির আভাস দেখা যাচ্ছে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এই বিষয়ে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। প্রায় ০.৭১ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।