/anm-bengali/media/media_files/2024/12/07/3RL9QGzeTiSPITQip9Iy.webp)
নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় 'মন্থা' এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কাটিয়ে আজ বৃহস্পতিবার কলকাতার আকাশ থাকবে মূলত পরিষ্কার এবং রোদ ঝলমলে। তবে এই নিম্নচাপের কারণেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় আপাতত শীতের হালকা আমেজ থেকে মুক্তি পাচ্ছে না শহরবাসী। দিনের বেলায় সামান্য অস্বস্তি বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নভেম্বরের শুরুতেও জাঁকিয়ে শীত আসার তেমন কোনও সম্ভাবনা নেই। উল্টে, নিম্নচাপের প্রভাবে রাতের পারদ পতন আগামী কয়েকদিনের জন্য থমকে যেতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/30/QLtJMgRUFUIO5lL8Ov73.webp)
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় প্রায় ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২২° থেকে ২৪° সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘমুক্ত থাকবে, ফলে সূর্যের তাপ সরাসরি অনুভূত হবে। ভোর এবং রাতের দিকে হালকা শিরশিরে ভাব থাকলেও, দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়ার কারণে সেই আমেজ থাকছে না। মূলত শীত-গরমের দোলাচলেই কাটবে আজকের দিনটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us