/anm-bengali/media/media_files/FDnvb2671C5OHryfW8yt.jpg)
নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মন্থা'-র প্রভাবে তৈরী হওয়া দুর্বল নিম্নচাপের জেরে আজ শুক্রবার, ৩১ অক্টোবর কলকাতা ও সংলগ্ন অঞ্চলে মেঘলা আকাশ বজায় থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে শক্তি হারানোর পর বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে, যার পরোক্ষ প্রভাব রাজ্যের উপর পড়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/17/1000205230-115190.jpg)
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ থেকে ২৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে, ফলে হালকা ঠাণ্ডা অনুভূত হতে পারে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া ক্রমশ শুষ্ক হতে পারে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাহাড়ে ভূমিধস এবং জলপ্লাবনের ঝুঁকি রয়েছে বলে মৎস্যজীবী ও পর্যটকদের সতর্ক করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us