দীপাবলির আগে শুষ্ক আবহাওয়া, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কলকাতায় !

দেখে নিন আবহাওয়ার রিপোর্ট।

author-image
Debjit Biswas
New Update
Weather

নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার (১৭ই অক্টোবর, ২০২৫) কলকাতার দিন শুরু হল এক মনোরম কুয়াশা ও হালকা ঠান্ডার আমেজ দিয়ে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং হাল্কা রোদের তেজ অনুভূত হবে। আপাতত বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের বেলায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি। আজ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশের আশেপাশে থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শহর থেকে বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া প্রবেশ করায় পরিবেশ এখন বেশ আরামদায়ক থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকলেও অস্বস্তি খুব বেশি হবে না।

Rain

যদিও আজ আবহাওয়া শুষ্ক থাকবে, তবে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।