শীতের শুরুতে ফের কুয়াশা, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ! আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

দেখে নিন আবহাওয়ার রিপোর্ট।

author-image
Debjit Biswas
New Update
Weather

নিজস্ব সংবাদদাতা : ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসেও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শীতের দাপট এখনও পুরোপুরি অনুভূত হচ্ছে না। আজ, বৃহস্পতিবার, দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও, সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আজ কলকাতার আবহাওয়া প্রধানত শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 28 ডিগ্রী সেলসিয়াস আর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় 18 ডিগ্রী সেলসিয়াসের  কাছাকাছি। দিনের বেলায় সূর্যের তাপের কারণে কিছুটা উষ্ণতা অনুভূত হলেও, রাতে ও ভোরে শীতের আমেজ বজায় থাকবে।

Weather

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকালে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ 45% থেকে 85% এর মধ্যে থাকবে। বিশেষত সকালে আর্দ্রতা বেশি থাকার কারণে ধোঁয়াশা ও কুয়াশার সৃষ্টি হতে পারে।