বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে আর্দ্রতার অস্বস্তি ! কি বলছে আজকের আবহাওয়া ?

দেখে নিন আবহাওয়ার রিপোর্ট।

author-image
Debjit Biswas
New Update
FBGNM,

নিজস্ব সংবাদদাতা : কলকাতার আকাশ সকাল থেকেই মূলত আংশিক মেঘলা হয়ে থাকবে। পুজোর শেষেও দিনের বেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি বেশ চড়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 

photo-conceptual-image-city-heat-wave-reflects-global-warming-impact-vertical-mobile-wallpaper_896558-52777-ezgif.com-avif-to-jpg-converter.jpg

যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সাধারণ মানুষ এক ঘর্মাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়ার সম্মুখীন হতে পারেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ বিকেলের পর বা সন্ধ্যার দিকে শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে তৈরি হওয়া এই বৃষ্টি কিছু সময়ের জন্য তাপমাত্রার অস্বস্তি কমালেও, সামগ্রিকভাবে আর্দ্রতা বেশি থাকার কারণে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

এই আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় শহরের সমস্ত নাগরিকদের পর্যাপ্ত পরিমাণে জল পান করার এবং যতটা সম্ভব সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।