/anm-bengali/media/media_files/XloeDtlpaIL43XwOIom7.webp)
নিজস্ব সংবাদদাতা : আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে এবং দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা: প্রায় ৩৩ ডিগ্ৰী সেলসিয়াসের এর কাছাকাছি থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্ৰী সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এক চরম আস্বাভাবিক গরম বা অস্বস্তি সারাদিন ধরেই বজায় থাকবে। সকালের দিকে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯০% পর্যন্ত পৌঁছতে পারে। যদিও আজ ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই, তবে দুপুরের পর বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দিনের বেলার আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমাতে সাহায্য করবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/rPPwNj2neOUo6P66H4n1.jpg)
যেহেতু আজ আর্দ্রতা বেশি থাকবে, তাই আবহাওয়া দপ্তর আজ সাধারণ মানুষকে পর্যাপ্ত পরিমাণে জল পান করার এবং যতটা সম্ভব সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us