ঝলমলে রোদে আজ সম্পূর্ণ দিনটি কাটবে কলকাতার, কমবে রাতের তাপমাত্রা

দেখুন আবহাওয়ার রিপোর্ট।

author-image
Debjit Biswas
New Update
k

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার পর এবার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আর তাই আজ ১৪ই অক্টোবর, ২০২৫ (বুধবার), কলকাতায় সারাটা দিন জুড়েই মেঘমুক্ত ঝলমলে রোদ থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির আর কোনও সম্ভাবনা আপাতত নেই। 

s

আজ দিনের তাপমাত্রা প্রায় ৩২° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং রাতের দিকে এই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে প্রায় ২২° সেলসিয়াসে নামতে পারে, যা এক হালকা শীতের অনুভূতি দিতে পারে। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণও কমে গিয়ে প্রায় ৬৬% এর কাছাকাছি থাকবে, যার ফলে দিনের বেলা তুলনামূলকভাবে কম অস্বস্তি অনুভূত হবে। আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই সুতরাং সামগ্রিকভাবে কলকাতা আজ একটি মনোরম এবং শুষ্ক আবহাওয়ার সাক্ষী থাকবে।