New Update
/anm-bengali/media/media_files/yhX94KcO1gqkUxhSsOAl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃআজ বিজেপির অভিযান ঘিরে চরম উত্তেজনা। ইতিমধ্যেই পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মী সমর্থকেরা।
/anm-bengali/media/media_files/BiqJ27zUnbdAApscqv1l.jpg)
আজ বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে অর্জুন সিংকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ অর্জুন সিংকে বাধা দিলে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা তাঁদের বাধা দেয়। পুলিশ কর্মীদের অনেক বোঝানোর পরেও বিজেপি কর্মী সমর্থকদের আটকানো সম্ভব হয়নি। পুলিশের বাধা না মেনেই এগিয়ে চলল বিজেপির মিছিল। এই ঘটনায় পুলিশের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us